পাইনের সারি
*পাইনের সারি*
কোনদিন এই পাইনের বনে আমাকে খোঁজো
এরা কথা রাখে,
এরা একে অন্যের পরিপূরক ভাবে বাঁচে,
এভাবে পারলে ভালোবেসো।
কার্বন-ডাই-অক্সাইড যেখানে দেখায় স্বভাব,
অক্সিজেন দিয়ে এরা মেটায় অভাব।
এরা খোঁজে না চিঠি,
না এদের খুব দরকার,
এরা নিজের মতো করে বাঁচে,
বসন্তের টানে বা শ্রাবণের ঘ্রাণে,
বা হয়তো থাকে গরমের আঁচে।
এরা দেখায় না মান অভিমান
তাবলে কি এদের নেই মান অপমান?
আছে, থাকে নিশ্চুপ আর চুপচাপ,
এদের মধ্যে ও থাকে ভালোবাসার গুমোট চাপ,
নিজেকে রাখে এরা খুব গোপন আর অগোচর,
এদের মধ্যের ব্যবধান অনেক
তাও ভালোবাসা থাকে গোচর।
✍ দেবাশীষ।
Subscribe
Login
0 Comments
Oldest