পাচারকৃত জীবন- আহমেত কামাল
পাচারকৃত জীবন
আহমেত কামাল
লতানো একটা জীবন
ও
খাঁচাবদ্ধ পাখি দেখেই বিগড়ে যায়।
আঁকা-বাঁকা
নদী
ও- লিখতে চায়
ধানের গল্পকথা।
ধানের গন্ধগ্রহণ সরিয়ে, বুকের উপর- গোধূলি এক্সপ্রেস!
আমাকে আবারো
কেউ পাচার করতে চায়, মহা- শূন্যতার দিকে।
Subscribe
Login
0 Comments
Oldest