পাহাড়দের গল্প
যেখানে পাহাড়দের ঢল্ নেমেছিল
ছোটো,বড়, কাছে, দু………….রে অনেক রকম পাহাড়..
কাছের পাহাড় টা ছিল ভীষণ হিংসুটে, তার বুক ছিল সবুজ জঙ্গলেভরা..
স্বভাব একেবারেই নবীন জোয়ানদের মতো
তার পায়ের কাছে র নীলচে সবুজ জলটাকে সে সারাক্ষন আগলে রাখতো ..
উপরের নীল আকাশ টা ভাব করতে এগিয়ে আসতে চাইতো ..
কিন্তু পাহাড়টা মাঝে বেড়ি হয়ে দাঁড়াতো …
তাই ওপরের আকাশের সাথে জলের সম্পর্ক ছিল প্রতিবিম্বের
আকাশ একটা আয়না দিয়ে তার মুখের ছবি ফেলতো জলে ..
নিজের বুকের মাঝে আকাশের প্রতিচ্ছবি দেখে মুখ ঢাকতো লজ্জায় জল …
আর তার সবুজ রং আরো গাঢ় হয়ে হতো নীলাভ ..
দূরের পাহাড়টার অবশ্য গল্প ছিল অন্য ..
সে ছিল বৃদ্ধ ধ্যানরত সন্যাসী .. তপস্যামগ্ন
সাদা বস্ত্রে নিজেকে আবৃত করে দুবাহু উর্ধে তুলে
পরম প্রাপ্তির তৃপ্তির আস্বাদে পূর্ণ হতো সে ..
এই ভাবে ই কাছের পাহাড় ও দূরের পাহাড় পাশাপাশি বাস করতো …
দুই পাহাড়ে ভাব জমেছিলো ভালোই..
যেন কাছের নতুন জন্মানো পাহাড়টা ছিল দূরের বৃদ্ধ পাহাড়টার রক্ষক..
তাকে কষ্ট করে ডিঙালে তবেই পৌঁছনো যেত দূরের পাহাড়টার কাছে ..
আর দূরের পাহাড়টা ছিল স্নেহাতুর, সাদা চাদরের আস্তরণ নিজেই পরে নিয়ে
পৌঁছতে দিতো না শীতল কাঠিন্য নবীন পাহাড়টার কাছে l
A memorable tour in Switzerland a couple of years back.
কলমে আমি সহেলি
Copyright: Saheli Bandyopadhyay, September 15, 2021, Arkansas, USA
Subscribe
Login
0 Comments
Oldest