পিঁপড়া– (ছোটদের কবিতা)- অসীম চক্রবর্ত্তী
গুটিগুটি পায়ে ওরা
লক্ষ্যতে ধায়
ঘ্রান লয়ে খাদ্যটা
লুটেপুটে খায়।
পরপর ধীরেধীরে
নাহি কোন তাড়া
খাড়া বাঁকা চলে কভু
কভু দিশেহারা।
নাহি যেন বিশ্রাম
অস্থিরে ঠাসা
শোরগোল নাহি করে
নাহি কোন ভাষা।
খাদ্যটা প্রীয় হলে
ওরা ভারি প্রীত
ধীরেধীরে পরপর
ওরা হয় গত।
আছে লোভ খাদ্যতে
নাহি সংশয়
জোগাড়ে খাবার ওরা
নাহি করে ভয়।
দলগতস্বত্বায়
ওরা পরিপাটি
ধুলোর রেণুতে গড়ে
অতলে সে ঘাঁটি।
দলাদলি নাহি করে
মিলেমিশে থাকে
সবার সবার খেয়াল
নিজনিজ রাখে।
ক্ষুদ্র সে জীব
তবু মরে টিপে পিষে
ব্যথা পেয়ে ভয়ে ভরে
ক্ষুদ্র সে বিষে।
ছটপটে পিঁপড়ার
ভারি বদনাম
কারো মুখে নাহি পাবে
পিঁপড়ার নাম।।
Subscribe
Login
0 Comments
Oldest