পুরুষেরা কখনো কাঁদে না
পুরুষেরা কখনো কাঁদে না
আর যখন কাঁদে সমুদ্রে ঝড় উঠে
ভূমির থরথরানিতে মরুভূমিতে ধুলোবৃষ্টি হয়
পর্বতশৃঙ্গ নতজানু হ’য়ে জড়িয়ে ধরে।
আকাশে ঘনঘন বর্ষণ হয়, বিদ্যুৎ চমকায় —
মুশলধারা বৃষ্টির সৃষ্টি হ’য়ে প্লাবিত হয় ধরা।
পাহাড়ের বুক চিঁড়ে বহে ঝর্ণাধারা –
বহিয়া চলে হিমশীতল বরফের ফোয়ারা।
পুরুষেরা কখনো কাঁদে না
আর যখন কাঁদে মৃত্তিকা বিদীর্ণ হয় —
আগ্নেয়গিরির লাভা উদগীরণ হয়,ঢেকুর তোলে
নীলাকরের রং বিবর্ণ হ’য়, আত্মপ্রকাশ ঘটে অশুভ আত্মার।
বিলাপে মাতিয়ে তুলে না সারা বাড়ি –
নীরবে – নির্জনে – নিভৃতে ঝরায় দু’ফুটো পানি
বালিশ ভিজে চক্ষুড়ালে, বুকে বাঁধে পাথর
সকলের অবহেলা গায়ে মেখে নেই বানিয়ে আতর।
পুরুষেরা কখনো কাঁদে না
ভূমিষ্ঠ হওয়ার পর তাদের হোমিওপ্যাথিকের –
টিকটিকির ডিম খাইয়ে – তন্ত্রমন্ত্রে মস্তিষ্কে ঢুকিয়ে দেয়
যতো কষ্টই হোক তোমাদের চোখে জল আনা যাবে না।
পুরুষেরা কখনো কাঁদে না
আর যখন কাঁদে পৃথিবীতে টাইফুন সৃষ্টি হয়।
১৬/০৭/২০২২ সৌদি আরব