প্রকৃতি ও ভালোবাসা
সমুদ্রের গভীরে ডুব দিয়েছি আমি
দূর আকাশের মেঘকে ভালোবেসে ,
পকেটের সিগারেটের প্যাকেটের অবস্থা খুবই খারাপ, না আমি কখনো সিগারেট ছুঁয়েও দেখিনি
তবে প্রকৃতির সবুজ পাতার গন্ধ মেখেছি প্রাণে ;
পাহাড় হতে সমুদ্র আসে নেমে
বঞ্চিত ভালোবাসা কিংবা পূর্ণ ভালোবাসা পেতে।
মেয়েটির প্রোফাইল লক করা
কিছুতেই তাঁর সাথে পরিচয় করিয়ে দিল না পরিবেশ , এটা তো খুবই নিদারুণ অবহেলা ক’রা বলে
তবে কি পরিবেশ আমাকে চাই না!
আমি একটা লাল মানি ব্যাগ থেকে একটা নতুন কুড়ি টাকার নোট বের করে প্রকৃতিকে দিতে চাইলাম, কিন্তু প্রকৃতি নিলো না সেটা,
প্রকৃতি বললো আমাকে টাকা দিয়ে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব তবে প্রকৃতিকে বশ করা সম্ভব নয়।
ঠিক এমনি ভাবে আমি তাঁকে দেখতে চাইলাম
প্রাচীন কালের বট বৃক্ষের কোঠর থেকে ,
যেন গোলাপের শুকনো পাপড়িতে আমার সমাধি সজ্জিত হচ্ছে , তারপর
আদিকালের নক্ষত্রের আগুনে পুড়ে দগ্ধ হবো আমি রাত্রির স্নিগ্ধতার নিকটে।।