প্রতিবিম্ব
প্রতিবিম্ব
আব্দুল আল মাহিম
বয়স সবেমাত্র আঠারো পেরনের-
সাথে সাথে জীবন এর দ্বিত্বীয় ভাগে
প্রবেশ হলাম।
অনেক ঝাপসা জিনিশ পরিষ্কার –
হতে লাগলো।
কিছু দায়িত্ব আর পুরনো সৃতি,
কাধ টাকে ঝুকতে বাধ্য করলো।
ঘাড় নামিয়ে সভ্য সমাজের নিয়ম মত,
হয়তো এখন বাচতে হবে।
সত্য কে মিথ্যা আর মিথ্যা কে সত্য,
বলতে হবে।
এখন হয়তো সময় হয়েছে,
টাকা কেই ভগমান মানতে হবে।
চলতে হবে চোখ বন্ধ, আর কানে
তুলো দিয়ে, বলতে হবে সেসব কথা
যার নেই কো মানে।
তবু জানি কে সামনে দারায়,
কাজের সময় বাধার হাত বাড়ায়।
কিছু প্রশ্ন আসে ভেসে,
বাতাস এর মিঠে চেপে।
কান পর্যন্ত আসার আগে –
আবার বাতাসেই যাচ্ছে মিশে।
এখন আর তেমন আয়না দেখা হয় না,
কারণ নিজের চোখে চোখ রাখার সাহস –
টা আর পাই না।
গভীর রাতে ভাবনার দেশে,
কে যেনো ভেসে আসে।
মুখটা তেমন পরিষ্কার বোঝা যায়না।
এখন আর রাতে ঘুমটা ভালো হয় না।
হঠাৎ একদিন সপ্নের দেশে,
কে যেনো বলছে হেঁসে,
মাহিম তুইয়ো অবশেষে,
শয়তান হলি মানুষ এর বেশে।