প্রিয়া মোছো আঁখি
প্রিয়া মোছো আঁখি, ভোলো আমায়।
আর কভু আসিব না জিনিতে তব মন।
আমি যে চলে গেছি
তব প্রণয়ডোর ছিন্ন করে অনন্তকালের তরে।
আর কভু আঁধার রাতে বদ্ধ হবো না
তব দুই বাহুর বন্ধনে।
এখন শুধুই তোমার একলা প্রহর,
দোসরহীন এই দুঃখ রাত।
এখন যতই হাতরে ফের এদিক ওদিক
নেই কোথাও আমার সত্তা।
তোমার সকল মায়া কাটিয়ে
হারিয়ে গেছি অনেক দূরে।
Subscribe
Login
0 Comments
Oldest