প্রেমাস্পদ
প্রেমময় এ জীবনে আমি তুমি ময়
তুমি ছাড়া এই মনে প্রেম সেকি হয়
প্রেম নেই যে জীবনে তুমি নেই তার
তুমি আছো এই মনে ভাগ্য আমার
কতভাবে অনুভবে তোমাকে যে পাই
মনে ভয় এই বুঝি হারাই হারাই
কত রূপ কত রং কত না বাহার
মিলেমিশে আছো তবু হয়ে একাকার
Subscribe
Login
0 Comments
Oldest