প্রেমিক
🌺 প্রেমিক🌺
ফাতেমা জাহান ফারিয়া
কলমের দু এক টানে স্বামী হয়েছো ঠিকই কিন্তু প্রেমিক হতে পরোনি,
অসুস্থতায় কাতরেছি যখন হাত বাড়িয়ে ঔষধটা দিয়ে বলেছো খেয়ে নাও কই একবার মাথায় হাত বুলিয়ে আমার কষ্টটাতো অনুভব করোনি!
সম্পর্কের জোরে স্বামী হয়েছো ঠিকই প্রেমিক হতে পারোনি🙂
মৃদু বাতাসে আমার চুলের কিছুটা গুচ্ছ তোমার মুখে উড়ে পরতেই ভ্রু কুঁচকে ক্ষানিকটা বিরক্ত হয়ে বলেছো বেঁধে রাখতে পারোনা?
কই মুচকি হেসে আমার চুলে মেঘ তো খুঁজোনি!
মলিন মনে ভেবেছি অনেক.. স্বামী হওয়াটা হয়তো সহজ বলেই পেরেছো প্রেমিক হওয়া কঠিন বলেই হয়তো এখনো পারোনি।
আকাশে মেঘ দেখে বারান্দায় দাঁড়িয়েছি বৃষ্টি ছোঁয়ার আশায় একা দাঁড়িয়েই বৃষ্টি ছুঁয়েছি সেদিন..
কই পাশে এসে দাঁড়িয়ে একবারোতো বলনি চলো ভিজি…
ছোট্টো একটা খাটের এক পাশটায় তুমি অন্য পাশে আমি মাঝ খানে একটাই সম্পর্ক সেটা হলো তুমি স্বামী আর আমি স্ত্রী..
তুমি শুধু স্বামী হতে চেয়েছো কখনো প্রেমিক হতে চাওনি।
এক ঘর এক ছাদের নিচে থাকার জন্য স্বামী হতে হয় কাউকে প্রেমিক হতে হয়না,
এভাবেই হয়তো দিন মাস বছর এর সাথে জীবণ চলে যায় তোমার আর প্রেমিক হওয়া হয়ে উঠে না,
কারন তুমি স্বামী প্রেমিক নয়।