প্রেমে প্রেমে পূণ্য জীবন
প্রেমে প্রেমে পুণ্য জীবন
আকাশ তখন ঘন কালো।
কল্পনার জাহাজ ডুবে গিয়ে
হয়েছে মাটি নীল রঙে।
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন শুধু
মেঘেদের গায়ের রঙে ;
রামধনুর সাতটি রঙে
প্রেম জাগে দুটি নয়নে।
চোখে চোখে কত কথা
কতোই বা পরিচয়
চিঠি আমার ক্ষয় হয়
প্রেমিকার অপেক্ষায়।
আকাশে জ্বলে ওঠে তারার মেলা
আমার হাতে প্রেমের ফুল
ফুটে ওঠে দুমুঠো রোদ্দুরে –
প্রেম জাগে হৃদয়ে – পুন্য হয় জীবন
প্রেমিকারা নক্ষত্রের আলো
অমাবস্যাতেও নাকি চাঁদ হয়ে জ্বলে।
অভিমানী লেখার পাতা
কলমের কালির বিষ
লিখতে চাই প্রেমের চিঠি
গভীর রাতে জানালার কপাটে।।
Subscribe
Login
0 Comments
Oldest