প্রেম
প্রেম বড় মধুর
এক অনন্য অনুভুতি।
শত্রুও মিত্র হয় প্রেমের সুধায়
অন্যায় ন্যায়ের পথে আসে প্রেমের ছোঁয়ায়।
ভালোবাসা থেকে জন্ম নেয় প্রেম।
কাউকে যদি না বাসতে পারা যায় ভালো
প্রেম থাকবে অন্ধ হয়ে সারা জগৎ মনে হবে শূন্য।
প্রেমের কোনো রূপ নেই নেই কোনো সীমা
অসীম মহাশূন্যের মতোই যার সীমা পরিসীমা।
প্রেমের বিনাশ হয় না হয় না কখনো রূপান্তর
প্রেমকে সৃষ্টি করেছেন সেই এক ঈশ্বর।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
রাত ৯টা,১৮ই এপ্রিল,২০২৩, বারুইপুর
Subscribe
Login
0 Comments
Oldest