পয়ষট্টি চলছে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

পয়ষট্টি চলছে
– শফিকুল ইসলাম বাদল

অনেক তো দেখা হলো;
অনেক তো চাখা হলো পৃথিবীর রূপরস।
আনন্দভূবন দেখা হলো;
ক্লেদাক্ত জীবনও উম্মোচিত চোখের সম্মুখে।
এলোমেলো ভাবনা জাগরূক প্রতিনিয়ত;
মনের চোখে অদেখা দৃশ্যপটও ধরা দেয় অকপটে।

মানবিক মূল্যবোধের দেখা মিললো;
স্বার্থপরতা আর নিষ্ঠুরতার অভিজ্ঞতাও হলো বিস্তর।
পেয়েছি অনেক, দেওয়ার চেষ্টাও ছিলো;
দায় আর দায়িত্বের শেষ নেই কোনো।
এখানে সবাই স্বাবলম্বী;
কেউ নিজের ধনে, কেউ পরের ধনে।

পয়ষট্টি চলছে;
চলে যাওয়ার চমৎকার সময় এখন।
কেউ কারো জন্য অপেক্ষা করে না এখানে ;
বেশীদিন মনেও রাখে না মৃত মানুষকে।

রচনাকাল: ঢাকা, ০৭ অক্টোবর ২০২১।

0

Publication author

0
কবি শফিকুল ইসলাম বাদল বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সামুদ্রিক মৎস্যবিজ্ঞানী ও গ্রন্থকার। তিনি ২০১০ সালে কাহিনী কাব্য 'বাংলা আমার জননী আমার' প্রকাশ করেন। তাঁর কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে। তিনি কয়েকটি অনলাইন সাহিত্য গ্রুপের উপদেষ্টা।
Comments: 0Publics: 12Registration: 13-10-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।