ফলের বাজার
গাঁয়ের প্রান্তেতে বসে
ফলের বাজার,
আম, জাম, কলা, লিচু,
নারিকেল আর।
কমলালেবু, বাতাপি,
পেঁপে ও আঙুর,
আপেল, বেদানা আর
সুমিষ্ট খেজুর।
পাকা আমের সুগন্ধে,
ভরে ওঠে মন,
কাঁঠালের পাশে মাছি,
উড়ে ভন্ ভন্ ।
কাঁদি কাঁদি চাঁপা আর
মর্তমান কলা,
চড়া সুরে হেঁকে যায়,
দোকানীর গলা।
সবেদা, পেয়ারা, কুল,
মিঠে নাশপাতি,
ফল-দোকানীর সাথে,
কথা কাটাকাটি।
ফলের মোরব্বা খেলে,
হরষিত মন,
ফল কিনে যায় বাড়ি,
যত ক্রেতাগন।
সবে মিলে খুশি মনে,
করে ফলাহার,
অনাহারে থাকে হেথা,
ফলের বাজার।
Subscribe
Login
0 Comments
Oldest