ফিরে এসো তমালিকা রুদ্র – অসীম চক্রবর্ত্তী
জানিনা মুহূর্তের হিসাবে পৃথিবীর সময়ের কাঁটা কোথায় এখন দাড়িয়ে,
অস্থিরতা যখন নেমে আসে জীবনে সময়ও যায় নিরালায় হারিয়ে ।
কুয়াশার পর্দা চিড়ে ধীরে ধীরে আমি চলেছি পায়ে চলার পথে,
গভীর নির্জনতার কালো মোড়কে মোড়া আঁধার একমাত্র আমার সাথে ।
ফ্লাড লাইটের আলোগুলি আবছায়ায় ঢেকেছে মহীরুহের দল পাখনা মেলায়,
আকারে ভিন্ন ভৌতিক নকশা পথ জুড়ে নেমেছে আপন খেলায় ।
আমি চলেছি ব্যর্থ প্রেমিক একাকী এই রাতে শহরের ফুটপাতে,
সেই থেকে যবে তুমি চলে গেলে শুভ্রতা নিয়ে সাথে ।
শহরের শেষ ট্রেন কুয়াশার গহ্বরে অদৃশ্য হল এক নিমেষে ।
রাতের মৃদু কোলাহল মিশে গেল শয্যায় ক্লান্তির হাসি হেসে ।
আমি নিস্তব্ধে চলেছি পায়ে চলার পথে একাকী শহরের ফুটপাতে,
যদি দেখা পাই চাঁদমাখা মুখখানি তোমার আবার এই রাতে ।
আজও ওঠেনি রাশি রাশি নক্ষত্র মাঝে স্মিত হাসি কৌমুদী
আজও আকাশ ভরে ওঠেনি সাদা আলোয় ভরেনি কোন নদী ।
জীবনের চারপাশে কেবল ভাসমান ধোঁয়া, রয়েছে নিঝুম রাতের নীহারিকা,
রয়েছে মাটির উপরে আবছায়া কুহেলীকা, নেই শুধু মোর তমালিকা ।
কোথায় গিয়েছো তুমি সেই থেকে এই পৃথিবীর চূড়া হতে,
জোনাকিরাতো ভোলেনি ঝিলমিল রবে এই পৃথিবীর আঁধারেতে আলো দিতে ।
তুমি কি ভুলে গেলে মোরে ? আমিগো নিঃস্ব প্রেমের দরিদ্র,
দেখা দাও তুমি একটি বার, ফিরে এসে তমালিকা রুদ্র …