ফিরে এসো
ফিরে এসো
সহস্র জনতার ভিড়ে,
পরিচিত এক মুখ!
খুঁজে চলেছি আমি,
শহর নগর বন্দরে-
জলে স্থলে সমাবেশে,
পাহাড়ে পর্বতে জঙ্গলে!
যতদুর চোখ যায়,
ততদুর দৃষ্টি মেলি-
আশাতে কামনায় বাসনায়!
হটাৎ যদি তুমি-
দাঁড়াতে এই পথে,
তপ্ত হৃদয় মন্দির!
ভরে উঠতো মহানন্দে!
তোমাকে একটি বার,
দেখে পোড়া চোঁখে!
শ্রাবণের বৃষ্টি হত,
অবিরাম তপ্ত দ্বীপে!
ফিরে এসো বন্ধু-
এসো এই নীড়ে,
সব দ্বিধা ভুলে-
তুমি ছাড়া একা,
চলতে পারিনা আর!
Subscribe
Login
0 Comments
Oldest