ফোনালাপের সম্পর্ক
একপ্রান্তে আছি বসে
অন্যপ্রান্তে তুমি
দৃষ্টিকোণের অগোচরে
আবছা আবছা শুনি
কি শুনছি কি করছি
বুঝছি কে তা জানে
জানাজানির আবছা ডালে
ওপারেতে তুমি
ওহে বন্ধু ওহে সখা
শুনছি তোমার স্বর
স্বরেই নাকি ভাবছি আমি
কেউ তো কারোই নয়
এই জগতে বেঁচে থেকে
কিবাই হবে বল
বলাবলির বারণ মেনে
কেই বা চলে বল
ফোনেই নাকি সুখবরের
হাসি তুমি হাস
খারাপ লাগা ভাল লাগা
তাতেই কেন কাঁদ
কাঁদছ তুমি কাঁদছি আমি
কাঁদছে নাকি বিশ্ব
বিশ্বজোড়া পাঠশালাতে
ফোনালাপেতেই ব্যস্ত
এটাই যদি হয় বা আবার
আবেগেরেই ভাব
বিস্তারিত হতেই পারে
সবার ফোনালাপ
এই আলাপে যদিই আজি
রাত্রি করি পার
জ্ঞানসাগরে ডুব দিয়ে আজ
পূর্ণ হোক সংসার।।
Subscribe
Login
0 Comments
Oldest