বজ্র নিনাদ
বজ্র নিনাদ
হাকিকুর রহমান
বাজলো যে কার মোহন বাঁশি
বাজলো যে তা গগন ভেদী,
উঠলো জেগে বজ্র নিনাদ
কাঁপিয়ে দিলো জুলুম বেদী।
ভাঙ্গলো সবার ধ্বংস প্রাচীর
গড়লো নতুন করে বুনিয়াদ,
বদমায়েসির আখড়া ভেঙ্গে
বিশ্ব জুড়ে জানায় প্রতিবাদ।
বক্রপথের চক্রব্যুহে
রইব না আর বদ্ধ হয়ে,
শুকতারাটার হয়ে সাথী
রইব জেগে শক্তি লয়ে।
পারবো কি আর চলতে আবার
যে যার মায়ার প্রাণ বাঁচিয়ে,
ডাক পড়েছে এগিয়ে যাবার
ঝন্ঝা রাতের স্বাক্ষী নিয়ে।
পাষাণ ফুড়ে আনবে সবে
শান্তিধারার মহিরুহ,
উঠবো জেগে মাভৈঃ রবে
ভাঙ্গবো কালের চক্রব্যুহ।
প্রাণের যত গো-ভাগাড়ে
হামলে পড়ে বন শকুনি,
রুধতে হবে আজকে তারে
শুনি যে কার জয়ধ্বনি।
আশার বাণী কে শোনালো
জুড়ালো যে মনের সাঁধ,
মন্ত্রপূতে কে বাজালো
নতুন করে বজ্র নিনাদ।
(“বঙ্গবন্ধু” কাব্য থেকে।)