বাপু হে, ভয়ে আছি !
অনেকটা সময়, খামোখা নষ্ট করেছি ,
মেরে, মরে, তর্কাতর্কি করে !
ভয় হয়, ভারী ভয় হয়,
এতখানি অপচয় – !
আর কিছু দেবে কি সময় ?
ভয় হয়, ভারী ভয় হয় !
ততক্ষনই সৃষ্টি, কবি, যতক্ষণ তুমি আছো –
আর আছে তোমার সময় !
তারপর তুমি নেই – অনাসৃষ্টি সৃষ্টি নেই –
কিছু নেই কোনোখানে কিছু নেই,
আছে কিনা জানা নেই, কোনো গ্যারান্টি নেই
এটুকু জানতেই শুধু এতো এতো এতো অপব্যয় !
ভয় হয়, বাবা খুব ভয় হয় !
বৃথা তর্কে কাটালাম সুবা- শাম এতটা সময় !
আর কি সে বাড়াবে সময় ?
বাপু হে, ভয়ে আছি, ভয় হয়, বড় ভয় হয় !!
Subscribe
Login
1 Comment
Oldest