বিবাহিত ~পার্থ বসু
হোক গরীব সে বা হোক যতো ধনী,,
হোক বা মূর্খ সে হোক যতো জ্ঞানী।
সুখী নয় খুশি নয় আজা তারা কেউ,,
বিবাহিত জীবন যার আছে যার বৌ।
কি দারুন উল্লাসে যে করেছে গো বিয়ে,,
একা ভাবে সে ই আজ মুখে হাত দিয়ে।
বৌয়ের কথায় ভাই ওঠো আর বসো,,
প্রমাণ করো তুমি তাকে কত ভালোবাসো।
শাড়ি র আঁচল ধরে বৌয়ের সাথে ঘুরো,
যেখানেই থাকো তুমি দ্রুত যেন ঘরে ফিরো।
ঘুম থেকে ভোরে ওঠো,বউয়ের ফরমাশ খাটো,,
বাজারের থলে হাতে রোজ বাজার ছোটো।
একবার কোনো মেয়ে দেখো যদি চোখে,,
বিনা আগুনেই তবে বউ দেবে সেকে।
দিনে রাতে বাদসাধে বৌ দেবে বৃথা জ্ঞান,,
দিল্লির এ লাড্ডু খেয়ে তুমি গাও গান ।
কত ই যে ছিলো ভালো আগের সে দিন গুলো,,
ভালো যে লাগে না আর ভাই এই চাল চুলো।
কত এ যন্ত্রণা বলো তবু কেন সয়ে আছি,,
একবার ছেড়ে দে মা,কেঁদে আমি বাঁচি।
আর যতই দেখাও তুমি যত ছলাকলা,,
কখনো যাবো না আমি আর বেল তলা..l
ভাবিতে ভাবিতে কখন ফুরালো সময় ,,
যৌবন ফুরিয়ে কখন এলো এ বৃদ্ধবেলায়।
আজ সহধর্মিণী কাছে এসে হাতে হাত খানি ধরে,,
সাত জনমের বাঁধা এ বাঁধন কভু যাবে না যে ছিঁড়ে।
ফুরালো সে দিন যে বুঝি ফুরায় যে ক্ষণ,
জনম জনমে সাথী সে ই রবে করিলে যে পণ,,
একেই যে বিবাহিত বলে আজ বুঝিল যে মন।।