বিরহিনী – অসীম চক্রবর্ত্তী
মন বলছে তুমি আসবে আবার ফিরে
উতলা আমি ফুরিয়ে মনের তীরে।
অভিপ্রায়ের কাতর মনের পীড়ে
ভরিয়ে জোয়ার আসবে ঢেউ এর তোড়ে।
মাতাল হাওয়া বাঁশবনে তার পরশ
বুলিয়ে মনে, মোর বিরহিনীর সাহস।
নক্সী কাঁথায় ফুলের তোলা ফেলে
আসবে পায়ে নিক্কনেরই তালে।
আজকে বিকেল সাজবে বাদল ঘিরে
মাতাল নীরে ভিজিয়া নদীর তীরে।
আসবে তুমি চুপটি মেঠোর বাঁকে
লাজুক মুখে ভেজা চুলের ঝাঁকে
বাদল শেষের রোদের হাসির ফাঁকে
রংধনুর ঐ সাতটি আলোয় একে।
দাড়িয়ে ক্ষণিক ঘোমটা মাথায় দূরে
ডাকবে মোরে মিষ্টি তোমার সুরে।
চাঁদের আলো রাখবে আঁধার ঢেকে
মাতবে আলো তোমায় আদর মেখে।
মাথার উপড় তারার দলের ভিড়ে
হারিয়ে সেথায় আমায় নিয়ে ধীরে।
রাখবে আমার হাতটি চেপে ধরে
আঁচল ভেজা মুখটি আড়াল করে।
প্রেমের শিখায় ধরবে তোমায় মেলে
ধাঁধিয়ে তোমার প্রেমের প্রদীপ জ্বেলে।
সাঁজের বেলায় আমার পায়ে পায়ে
হাঁটবে তুমি কুঞ্জ মেঠো গাঁয়ে।
তোমার পরশ লাগিয়ে আমার প্রাণে
শীতল হাওয়ায় ভাসবে গানেগানে।
নিঝুম রাতে কাজল কালো চোখে
দেখবে তুমি আমায় ফাঁকে ফাঁকে।
জড়িয়ে বুকে আমার আদর পেয়ে
নিদ্রা যাবে ভোরের পানে চেয়ে।
মন বলছে তুমি আসবে আবার ফিরে
ভাবছি আমি একলা নদীর তীরে।।