বিষাদের ছুঁয়েছে সীমান্ত
আমার কাজে তে অগোছালো হয়
কেউর নেইকো কোনো উত্সাহ,
আমার আমিকে খুঁজেছি দুকূল
আমার প্রেমেতে চলে শবদাহ।
চঞ্চল থেকে কবে? হোয়ে গেছি বৃক্ষ
আমি যেন রুপে হোয়ে কচু বনে চাঁদ,
নিজকেই দেখি আগের সমরাজ্যে
কেউ বুঝে নাকো মনের কি স্বাদ।
ভালোবাসা নেই বলেনিও ভাসি
কেউ এসে নাই মনের ও দেশে,
কেউ বলে নাই কাছে আসি আসি
তোমার চোখেতে মন যায় ভেসে।
পরের সুখেতে হোইনি কাতর
চলেনি উড়িয়ে সাব্যসাচির ,,
আমি যেন নেই তাদের মতন
আমার কি দোষ হয়েছে নজির।
একটু পাইনা কোনো কনফিডেন্স
যদি দিতো কেউ চলারি কালে,,
আগের মুখের মেকাপের ধুলো
চলতাম পথে প্রতি হালে হালে।
-মোঃ মুসা
Subscribe
Login
0 Comments
Oldest