বিস্মরণের খেয়া
বিস্মরণের খেয়া
হাকিকুর রহমান
আলেয়ার আলো দেখে
জ্বালানো হয়নিকো গৃহেতে আমার,
সাঁঝের প্রদীপখানি-
যদিও সেটা জ্বলে নিভু নিভু,
আঁধার কাটেনা তাতে।
অতীব আশা লয়ে বুকে,
ভেবেছিনু এভাবেই কাটিবে
আলোকহীন জীবন মম…।
আশাহত হয়ে ভাবি
কোথা গেলো তাহা হারায়ে-
অতঃপর,
বিস্মরণের খেয়ায় ভেসে
বয়ে যাই নিরবধি,
অনন্তকালের তরে।
Subscribe
Login
0 Comments
Oldest