বুড়ির ছাপ – অসীম চক্রবর্ত্তী
প্রায় সকলের চোখ পড়ছে
আঁকা প্রদীপের আলো টিমটিমে জ্বলছে
সবাই দেখছে পুরানো ফ্রেমে আরেকটি বিজ্ঞাপন
বিজ্ঞাপনদাতা কি বোঝে এই আঁকা কতো অতিরঞ্জন ?
কিছুদিন আগেও চোখ পড়তো
আঁকাতে প্রদীপের আলো প্রজ্বলনে জ্বলতো
তখন থাকতো ভিন্ন বিজ্ঞাপন, অতি মনোরঞ্জন
মুগ্ধ সবাই তাকিয়ে খালি দেখতো বেশ কিছুক্ষণ ।
অশোভন বিজ্ঞাপনে কৌতূহলি চোখ
পরচর্চা রোগীদের নিতান্ত ফালতু রোগ
সেই পুরানো ফ্রেমে নতুন বিজ্ঞাপনের উদ্দেশ্যে
কেউ ভ্যাংচায় এক নিঃশ্বাসে তার অন্তরে সহাস্যে ।
শ্রেণীবদ্ধ আলোচনা একটাই জনেজনে
‘বুড়ির ছাপ পড়েছে দ্যাখরে বিজ্ঞাপনে’
ইতস্তত ভাব, বিজ্ঞাপনদাতা অস্থির, ফ্যালফেলে চোখ
সেও জানে ফ্যাকাসে করেছে তারে সময়ের জোঁক ।
তবু আঁকে ছাপ ঢেকে
আসে নতুন বিজ্ঞাপনে । পথে ঘাটে
এই ভবে টেক্কা দিতে যৌবনের মাঠে
যেমন প্রদীপ নেভার আগে একবার জ্বলে ওঠে ।