বৃষ্টি যদি চোখ হয়
আজ বৃষ্টির মতো চোখ ভেসে গেল বিরহে
শুধুমাত্র আষাঢ়ের মেঘের হাসিতে
আমার ঘরের জানালা রেখেছি খোলা
একটি চাতক পাখির মনকে চুরি করে।
হয়নি কথা শহরের দেওয়ালের সাথে
চেনা অচেনা ভালোলাগার মুহূর্তে।
এতটাই নিঃসঙ্গ হয়ে গেছি আমি
যার সীমানা জানা নেই
নেইতো আর স্বপ্ন দেখা
কিংবা অমানুষ হওয়া।
যার নেই অতীত
আগামী দিন কোথায় আছে
সে ও জানিনা !!
শুধু শুধু বয়ে চলা জীবনে
আর একচিলতে বেড়ে ওঠা নীরবে
ঝরে যাওয়া গাছের পাতা হয়ে।
এভাবেই চলে গেল কতদিন
কি পেলাম আর নাই বা পেলাম
তাতে ধার করে কিছু হয়নি জীবনে
দিন তবুও চোখেই ভাসে দিনে-রাতে।।
Subscribe
Login
0 Comments
Oldest