বে আক্কেল– অসীম চক্রবর্ত্তী
কাঁদছে মানুষ, কাঁপছে সমাজ
স্তব্ধ সারাবিশ্ব
হায়রে ভারত! ভারতবাসীর!
লক্ষ্য এখন শীর্ষ।
কাজ কমেছে, মান কমেছে
নেইতো কেউই সুখী
বাড়ছে অভাব, নষ্ট স্বভাব
বাড়ছে খুবই ঝুঁকি।
নির্বোধ মন, ঐ জনগণ
সচেতন নয় এতটুকু
যেথায় সেথায় এখনও ফেলছে
কফ অথবা থুতু।
বাজারেতে যায় দিনে বহুবার
সময়ের ফাঁকে ফাঁকে
যেখানেই ভীড় সেখানেই নাকি
ভাল ভাল সব থাকে।
স্বভাবসিদ্ধ আড্ডাবাজি
ভুলতে কি আর পারে
মোড়ে মোড়ে নই আনাচে কানাচে
লুকিয়ে জটলা সাড়ে।
মাস্ক পরাটাই যথেষ্ট নাকি
কারো বা গলায় ঝুলছে
কারোবা এ সবের বালাই নেই
পরতে কেউ বা ভুলছে।
টিভিতে, পেপারে, সকালে বিকালে
চলছে শুধুই গোনা
বাঁচার জন্যে যদিনা লড়িস
থাকবে না এক কনা।
মেডিসীন নেই, ভ্যাকসিন নেই
নেই রাজনীতির আস্থা
হে জনগণ, হও সচেতন
খুলবে নতুন রাস্তা।