ব্যর্থতা-৩২
ব্যর্থতা-৩২
– অভিজিৎ হালদার
আমার হৃদয়ে মানুষের ভিড়ে
অসহ্য যন্ত্রনা
কোন সে নারী পুরুষের হৃদয়ে
মরুভূমি জীবনের প্রথম তাগিদে ক্রমশ জড়িয়ে বেড়ে ওঠা
আজ এই ভূত চতুর্দশী তিথির প্রহরে
আমি আবডালে নীল চোখের প্রাচীনতম বেদনা হয়ে
বেড়ে ওঠা
আদি ধ্রুবতারার জীবনে প্রথম নক্ষত্র মারা গেছে
জীর্ণ শকুনের মত ডানা কাটা সুতোর ঘুড়ি
উৎসব আয়োজন হয়েছে তুচ্ছ
Subscribe
Login
1 Comment
Oldest