ব্যর্থতা-৭৪
আমার ভাঙা ঘরের জোনাকি
কেন আঁকি হৃদয়ে তাঁর ছবি !
ভাঙতে ভাঙতে সমুদ্র বাড়ে
কিন্তু হৃদয় বাড়ে কিভাবে!
সুখের ঘর বন্ধ জানালা দরজা
কোথায় রাখি দুঃখের চাবি।
ঠিকানাহীন এক অচীন পাখি আমি
দূর বহুদূর উড়ে বেড়ায় আকাশের সীমানা জুড়ে
প্রতিবিম্বের মতো খোদায় করা গুহার মুখে অতীত লাশের পরিচয় জানতে পারি
তুমিও কি চেয়েছিলে তাই ?
নাকি অন্য কিছু
Subscribe
Login
0 Comments
Oldest