ভঙ্গুর
ঘর বাড়ি বাগান নদী আকাশ বাতাস আর শূন্যতা জুড়ে
চতুর্দিকে ভাঙ্গনের শব্দ, ঘর্ঘর শব্দের মোচ্ছব চলেছে বিরামহীন !
রক্তের মধ্যে গভীর রাত্রে চুরমার করে ভাঙছো তুমিও,
সরে সরে যাও, যত দূরে পারো সরে যাও,
ভুল করেও বলোনা কাছে থাকবো,
নেহাত স্বান্তনার ছলে বললেও, আড়ালে জিভ কেটে,
সঙ্গে সঙ্গে সংশোধন করে নিও,
পন তো ধনুক ভাঙাই হয়,
আর সম্পর্কের চেয়ে ভঙ্গুর আর কিছুই হয়না !
Subscribe
Login
0 Comments
Oldest