ভণ্ড মেয়ে কবিতা
বিশ্বাস করে ঝাপিয়ে পড়েছি ইনবক্স এ পুকুরে
ভাবছি পুকুর রয়েছে অনেক আরে সোনা হীরা জমা,
ডুব দিয়েছি যে গভীর তলায় যখন পৌঁছে দেখি
দেখছি তলায় আবর্জনায় আছে শুধু নর্দমা।
একটি মেয়ের কথায় এমন চরণ বাক্যে দেখে
ভাবছি পুকুর রাজ্যের এই এমন খনির ধন,
রাজকুমারীর মেয়ের মধ্যে এমন- টাও নেই
কথার ধরণ ভেসেই গিয়েছি শুদ্ধের আচরণ।
পুকুর তলায় সোনা হীরা কিছু পাইনি কিন্তু আর
পুকুর তলায় আবর্জনায় উর্বর মাটি কিনা?
লাগেনি খারাপ পুকুরে তলার ঐ কাদামাটি দেখে
এরচেয়ে বেশি ভণ্ড মেয়েকে লাগছে আমার ঘৃনা।
দেখতে দেখায় অনেকেই সাধু নোংরা মনের ধার
এখান সেখান লাফিয়ে বেরায় ভণ্ড প্রেমিক করে,
বাবা মায়ের ই অবাধ্য মুখ বয়ফ্রেন্ডও করে
রাজকুমারীর দেখতে দেখায় ভণ্ডের সীমা জুড়ে।
ভালো মেয়ে খুঁজে দেখছি যখন জগত পৃষ্ঠ থেকে
অনৈতিকের বয়ফ্রেন্ড কে অধিক ঘৃণাই করে,
সম্মান নিয়ে সবার মুখের ফুলের গন্ধ ছড়ায়
এই সমাজের মাটির বুকের চন্দ্র হয়েই ঝরে।