ভবিষ্যৎ বাসযোগ্য হয়ে উঠুক, জন্ম-জন্মান্তর।

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এখন,সমুদ্র বেলাভূমির দখল নিয়েছে,
লাল কাঁকড়া আর কাছিমের দল।
ঝাঁকে, ঝাঁকে জল ছেড়ে উঠে এসেছে,
জনমানবহীন, সমুদ্রের তীর, রঙিন-এ-রঙিন।
অলিভ রিডলের দল, ডিম পাড়ে,
কাঁকড়ারা ঘুরে বেড়ায় মহা আনন্দে।
মানুষ ও পরিবেশ বিরক্ত করে’না আর,
সভ্যতার ব্যস্ততা একেবারে গেছে থেমে।
পৃথিবীতে, করোনা ভাইরাসের আক্রমণ,
দূষণের অভিশাপ, বুঝল কি মানুষ?
একদিন, সমস্ত জীব ও প্রাণের বৈচিত্রকুল,
এ পৃথিবীতে ভরে উঠেছিল, কত সমাহার!
অযথা, লোভ আর শক্তির মাদকতায়,
ক্রমশঃ ছোট হয়ে আসছে চারপাশ।
হারিয়ে যেতে বসেছে, বনজঙ্গল,
লুপ্তপ্রায় জানা অজানা কত প্রাণ!
নিরবে, মুখ লুকায়,আকাশ-মাটি-জল।
আর্তনাদের কান্না, ছোঁয়নাতো, আমাদের মন।
ঘুরুক, যতদিন পারে ঘুরে বেড়াক।
সামুদ্রিক-জীব, এভাবে ভরে, ভরে উঠুক।
লাল কাঁকড়ার দল, নিয়ে যায়, আমাদের….কবে,
যেখানে ঘুম থেকে উঠে দেখি, স্বপ্ন-সুখ!
ডিম ভেঙে, বালি থেকে জেগে ওঠে মুখ,
হাজার, হাজার অলিভ-এর ঠিকানা হক, সমুদ্র।
এভাবে, আয়ু যোগ হয়ে উঠুক আমাদের,
হারানোর ব্যাথা নিয়ে বসে থাকবনা আর,
বিশুদ্ধ পরিবেশ, এভাবে ছুঁয়ে থাকা,
ভবিষ্যৎ, বাসযোগ্য হয়ে উঠুক,‌জন্ম-জন্মান্তর।।

(এটা প্রথম করোনার সময় লকডাউনের সময় লেখা।
ভারতের, উড়িষ্যা রাজ্যে, সমুদ্র তীরে এরকম হাজার হাজার লাল কাঁকড়া ও রিলেভ রিডলের দল উঠে এসেছিল)

0

Publication author

1
From durgapur, burdwan
Comments: 0Publics: 232Registration: 20-07-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।