ভালোবাসা দিবসের কবিতা
ভালোবাসা বলে আমি শুধু জানি
মায়ের মমতা টুকু,
ভালোবেসে বাবা টেনশনে ভোগে
কি করবে খোকা খুকু।
ভালোবাসা বলে আমি শুধু জানি
ভাইয়ের দেয়া আদর,
ভালোবাসা বলে কলিজার জলে
বোনের হাঁসির চাদর।
ভালোবাসা বলে আমি শুধু জানি
প্রেমিক প্রেমিকা দুই,
দূর পরবাসে টান টান রশ্মি
কেউকে কেউনা ছুঁই।
ভালোবাসা বলে আমি শুধু জানি
প্রকৃতির হাঁসি মুখ,
ভালোবাসা যেন প্রকৃতির ঢেউ
মাখে তৃপ্তির সুখ।
ভালোবাসা বলে আমি শুধু জানি
সোয়ামি বধুর রসালো,
টেনশনে ফোন ঠিকঠাক থেকো
কখন ফিরেই আসলো।
ভালোবাসা বলে খেয়সিছ বাবা
না খেয়ে শুকিয়ে গেছিস,
ভালোবেসে বাবা অখণ্ড টান
দেখে শুনে পথ চলিস।
আজকাল কিছু ভালোবাসা নিয়ে
চলতেছে লুকোচুরি,
ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব কষায়
অর্থে ছলচাতুরি।
ভালোবাসা মুছে বৃদ্ধ মায়ের
নেয়না ছেলেটা আর খোঁজ,
তবুও মা জান দোয়া করে তার
ছেলের ভালোয় সন্তোষ।
ভালোবাসা বলে নোংরামি নয়
প্রেমিক প্রেমিকা জুড়ে,
সেটাকে কখনো ভালবাসা বলে
আসেনা জোরালো সুরে।
আজ ফাল্গুনে প্রথম প্রহরে
ভালোবাসা দিবসের,
মুছে যাক যত কালো সুতা রেখা
ছড়াক আনন্দের।