ভুবন মাঝীর ঘাট
ভুবন মাঝীর ঘাট
হাকিকুর রহমান
যোগ-বিয়োগের অংক কষে
জীবন কেটে যায়,
থেবড়ো পথে পিছলে পড়ে
পিছন ফিরে চায়।
ধ্যান-ধারনার উর্ধ্বে উঠে
আবার চলা শেষে,
চাওয়া-পাওয়ার হিসেব গুলো
যায় যে কোথায় ভেসে।
সামলে নিয়ে তবুও চলা
কোন সে মতি আটে,
এমনি করে কাটে প্রহর
ভুবন মাঝীর ঘাটে।
Subscribe
Login
0 Comments
Oldest