ভোর
ভোর
-ভাস্কর পাল
অন্ধরাত্রি কাটিয়ে, ফুটে উঠল রবি
নদীর জলে শান্ত আলোর প্রতিচ্ছবি।
পাখির ডাকে ঘোষিত হল এক ভোর
ফুটিল আলো কেটে গেল রাতের ঘোর।
প্রস্ফুটিত প্রকৃতির অপূর্ব স্নিগ্ধতা
চারিদিকে ছড়িয়ে পড়েছে ম্লান আভা
পুষ্প কুড়ি ফুটে ওঠে ভোরের আলোতে
জীব সকল যোগ দেয় যে যার কাজে।।
পাখি দল উড়ে চলে খাবারের খোঁজে,
মৌমাছি ফুলে ফুলে গুন গুন সুরেতে
শান্ত গগনের এক মধুর নীলিমা
ভোরের আলোতে সব উজ্জ্বল সীমানা।
শহরের ঘুম ভাঙে ভোরের আলোতে
প্রতি রাত ঘুমায় ভোরের অপেক্ষাতে।।
Subscribe
Login
0 Comments
Oldest