মায়ার টান
মায়ার টান
হাকিকুর রহমান
অনুনয় করিবেনা কেহ হাতখানি ধরে
ডাকিবেনা কাছে কেহ বেঁধে প্রীতি ডোরে।
বসিয়া রহিবেনা কেহ বাতায়ন পাশে
কহিবেনা কথা কেহ হৃদয়ের আশে।
ভরিয়া রহিবে কি ক্ষণগুলি হুতাসনে
ঝরিয়া পড়িবে কি বকুল, শূন্য আঙনে।
কাঁদিয়া ফিরিবেকি বঁধু ভগ্ন হিয়ায়
আঁধারে রহিবে কি কেহ, নিভানো দিয়ায়।
কহিবেনা কেহ বিগলিত সুরে, এহে প্রিয়া
ভাসিবে কি আঁখি, দু’নয়নের জল দিয়া।
শুনিবেনা কেহ, কাতর কন্ঠে কারও গান
বুঝিবেনা কেহ, জগৎ সংসারে আছে কি মায়ার টান।
Subscribe
Login
0 Comments
Oldest