মৃত্যুর কারাগার
স্রোতহীন নদী বয়ে চলে
মৃত্যুর কারাগারে;
হিমালয়ের হিমশৈল
সারা শরীরে কাঁপুনি ধরাচ্ছে।
আমার চোখে মৃত্যুর রাস্তা
কারাগারের সীমানায়।
আমার লেখা কবিতা
মৃত্যু যন্ত্রনা ভোগ করছে
মৃত্যুর কারাগারে।
এই মৃত্যুর কারাগার
শত শত বছরের পুরানো-
অতীতের”কালের কষ্টি পাথরের”।
কেবলি ভয় মৃত্যুর সম্মুখীন হয়ে
অনুভবে কল্পনা মৃত্যুর কারাগারে।
Subscribe
Login
0 Comments
Oldest