যদি বলি
যদি বলি কোন এক কোণ কোনে শীতের রাতে
চলো একটু হাটি তুমি কি হাটবে ?
যদি কোন এক মধ্যে রাতে
ঘুম ভাঙ্গিয়ে বলি চলো একটু চাঁদ দেখি তুমি কি যাবে ?
যদি বলি তোমার ওই ভিজা চুলের
একটু গন্ধ শুনবো তুমি কি দিবে সুংতে ?
জ্বরে কাতর অবস্থায় যদি বলি
তোমায় একটু জরিয়ে ধরতে চাই তুমি কি ধরতে দিবে ?
শত বর্ষ ভালোবাসতে চাই তুমি কি দিবে ?
Subscribe
Login
0 Comments
Oldest