রাজকণ্যার ছবি
হয়তো তোমার মুখখানি
ছবির মতই সুন্দর
মায়াভরা চাহনিতে
দুরুদুরু কম্পিত অন্তর।
মুক্তো ঝরানো হাসি
অপলক চেয়ে থাকি
গোলাপ ফোটানো দিনে
আবীরে মাতামাতি।
হয়তোবা তুমি নও বনলতা সেন
ক্লিওপেট্রা-মোনালিসা নওতো হেলেন।
তবু আমি দেখেছি মুগ্ধতা তোমাতে
মন বলে ছবি আঁকি হৃদয় তুলিতে।
হয়তো তোমার মুখখানি
ছবির মতই সুন্দর
মায়াভরা চাহনিতে
দুরুদুরু কম্পিত অন্তর।
কেন যে নির্মল প্রকৃতিটা
শান্ত তটিনিতে মিশে গিয়ে
একাকার স্বচ্ছ কায়াতে।
মায়াবি মায়াতে।
তুমি যে সুন্দর।
Subscribe
Login
0 Comments
Oldest