লক্ষীর কথা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মুই লক্ষী বাউড়ি,
হই দূরহে গায়টোর ইস্কুলি, কেলাস হেইটে পড়ি;
মোর একটো মন আইছে, একটো সপন আইছে;
ইচছে, অনিইছে আইছে;
তার দাম লাই, হেই সমাজটোয় ৷
ইস্কুলি যাইবার লিগা, বাবুগো দালাইনের, হই অইনধোকারে;
মুই ডরাই ৷
তব্বু ,মুই ইস্কুলি যাই-
গায়ন গাই, আপন মইনে-
ইস্কুল ফিরতি, মোর দিদিঠো;
কামদুনি হইছিলো; বাবুগো, হই দালানটোয়;
কালো হইয়ে যাওয়া, রইকতের দাইগ;
মোরা, মাই বেটিতে দেইখিলাম;
দেইখ্যা, মোর মা’ঠো
গুইমরে-গুইমরে, কেইনদেছিলো;
সেহই কাল্লার আওয়াজ,
বেইশি দূর যাই লাই ৷
ক’দিন পর, মোটা সইনার চেন পরা, বাবুগো সাইথ;
গাঠোর পইধানকে সঙগে লিয়ে,
বইসেছিলো, বি’চার;
খইতিপোরন পাইছিইলাম, জোড়া মোহষ আর মইদ ৷
পরের দিহিন, আকইনটখ মইদ গিলা,
মুইচলিকা দিইয়া, বাইড়ী এহেছিলো,
মোর বাপঠো, লনদো বাউড়ি ৷
রায় হইয়াছিল-
বাবুগইন সভভো, দোইশ অতকটা লয়;
কেবল মোরাই দিহিন, অসভভো ৷
সেইদিন মুই বুঝিলাই, সভভো-অসভভোর মাইলে,
আইজ বুইঝি ৷

মুই একখ্খন, গাইয়ের হই বইড়ো ইস্কুলটোয় যাই;
বাবুগো পাড়ার ছোকরারা, যইখন হাঁকায়,
পিইছন থেইকে, কইচি কইচি পেয়রা;
মুই বুইঝি, তার মাইলে ৷
হেইকদিন, বেঁইকি লিয়া, ঘাইস কাইটতে গিইলাম-
হই মাইঠপাইড়ে;
ফিরতি পইথে, মোর মুইখ চেইপে ধইরেছিলো,
হই বাবুগো উঠতি ছোকরা;
হাইতের বেইকিতে, রগ লামায় দিইলাম;
বুইঝেছিলাম, রইকতের সাইদ-লোনতা;
উহই, বাবুগোর সমাজটোর লায়;
লোহইনতা ৷

0

Publication author

offline 2 years

সুজিত

1
"Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquility." - William Wordsworth
Comments: 10Publics: 42Registration: 14-08-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।