লোভ
লোভ
আমরা সভ্যতার
দিগম্বর পথে হাঁটছি নাতো?
রাতভর উঠোনে পড়েছিল
মজিদের নিথর দেহটা।
ঝুম বৃষ্টিতে ভিজেছে সারারাত;
এখন পুড়ছে দুপুর রোদে,
পচনের উতপাত।
আমরা কি মানবতার ফেউ?
এক নজর লাশটা
দেখতে এলোনাতো কেউ!
পড়শী, প্রিয়তমা স্ত্রী অথবা
প্রানাধীকাসু সন্তান?
অপেক্ষা শুধুই
মারকাজুল ইসলাম।
কোন পথে হাঁটছি আমরা?
আমাদের পাশবিক কদর্যতা
ফুটে উঠেছে আদম সুরতে!
আমাদের রুগ্ন স্বাস্থ্য ব্যবস্থাটাও
নগ্ন হয়ে গেল!
শাহেদ, সাবরিনা, আরিফ
আরো কতো নাম না জানা
সূর্য সন্তান এগিয়ে এলো।
বেশ জমেছিল উৎসবমুখর
সর্বনাশা টেস্ট বাণিজ্য;
জাল সনদের রমরমা উন্মাদনা।
হায় করোনা!
তুমি না এলে বুঝতেই পারতাম না
আমরা ক্রমেই ডুবে যাচ্ছি
লোভের অন্ধকারে।