শতাব্দী
শত শতাব্দী পেরিয়ে আজ আমি এখানে
নিথর পৃথিবীর প্রান্তরে।
কখনো হেঁটেছি ধূলোভরা মেঠো পথে
ক্ষেতের আল ধরে সবুজ ঘাসের শিশির
দেখছি সবই;
রাজনীতি শাসন বিচার ব্যাবিচার
আজ আমার চেনা অতীত।
শতাব্দী পেরিয়ে শতাব্দী
শাসক বদল ঘটেছে, দিন পাল্টেছে
কেবলি দেখছি সবই-
অনুভব চেতনার অপ্রসর হতে হতে
সীমানা ছাড়িয়ে নতুন এক সীমানা
দু’-চোখে তাকিয়ে ঘন নীলাকাশ।
ভাবনা- ভাবনা
অদ্ভুত এক ভাবনা
যখন মেলে দেয় দুটি জানালা
শত শতাব্দী ধরে জমানো কথা
উড়ে যায় চিঠি হয়ে।
Subscribe
Login
0 Comments
Oldest