শরৎের প্রেমে বসন্ত – অসীম চক্রবর্ত্তী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সে বর্ষপঞ্জির সম্রাট বসন্ত

যৌবনের চঞ্চলতা তার তারুণ্যে অনন্ত

সে ভালবাসার এক ভাবুক যুবক

সে ভালবাসার এক প্রতীক প্রেমিক

তার ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুলে

পতঙ্গের আনাগোনা হয় ফুলে ফুলে

তার মুকুলিত বৃক্ষের মৌমাছির গুঞ্জনে

প্রকৃতির রুপে আনে রঙিন রঞ্জনে

কোকিল গায় তার উদাসী কুহুতানে

মৃদুমন্দ দক্ষিণায় ভরায় মনে প্রাণে

তার পুস্পভরা কৃষ্ণচুড়া অশোক শিমূলে

বিকশিত ডালে ভরা কাঞ্চন ফুলে।

 

সে যে ঋতু সম্রাট বসন্ত, সৌন্দর্যের দম্ভ আর যৌবনের চঞ্চলতা

সে যে চায় অপরুপ এক স্বর্ণবরণ নিভাননা মোহনকান্তা।

 

শরৎ ও বর্ষপঞ্জির রাণী,রূপ মাধুর্যে কম যায় কিসে

যৌবনের পরিপূর্ণতার স্বপ্নে বসন্তকে আকৃষ্ট করে অনায়াসে

তার প্রভাতের তৃণপল্লবে শিশিরের স্পর্শে

মাঠে মাঠে মঞ্জুরিত ধান্য শস্যে

তার প্রাঙ্গনে অঙ্গনে শেফালির সৌরভে

নদীকূলে কাশবনে শুভ্র সমারোহে

তার শ্যামশস্য হিল্লোলে আনন্দে গুঞ্জরণে

পাতায় পাতায় রোদে ঝকমক বিচ্ছুরণে

তার যে গাছে গাছে পল্লবে সবুজের মনোহারী

নীলাকাশে শুভ্র জোৎসনায় বিভাবরী।

 

প্রসন্ন শরৎ এ মুগ্ধ বসন্ত ভরে ওঠে সেজে

মনোময় তার প্রেম ওঠে প্রোৎফুল্লে জেগে

মন চায় শরৎ আসুক বৈশাখেই আর তাকে ছুঁতে

কেবলই বাধ সাধে বর্ষপঞ্জির গ্রীষ্ম , বর্ষা এই দুতে।

 

ধিরে ধিরে একদিন মনোময় পঞ্জি প্রেম সমারোহ

থেমে যায় কালচক্রের আবর্তনে

তপ্ত গ্রীস্মের আবহে পট পরিবর্তনে।

 

আবহমান কাল থেকে বসন্ত আসে বারবার বর্ষ ফুরাতে

হয়তো শরৎ কে ছুঁতে ও একটু কাছে পেতে…

0

Publication author

offline 1 year

Asim Chakraborti

0
Kobitar Pata
Comments: 0Publics: 64Registration: 10-07-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।