শিউলি, ছাতিম ফোঁটে
শিউলি, ছাতিম উঠল সেজে,
নিরবে এল শরৎ।
আসবে সকাল, পায়ে, পায়ে,
ধরবে হাতটি আমার।
লালবাতাসা, আমার থেকে,
হারালে, অকারনে।
হারানো সকাল, একই ভাবে,
দুজনাকে ডাকে।
এখন আমার চলার পথে,
চুপটি করে সাজে,
শিউলি, ছাতিম নিরব হয়ে,
মাটির উপর ঝরে।
শরৎ মানে, শাখায়, শাখায়,
থোকায়, থোকায় সাজা,
শরৎ মানে, বিদায় বেলায়,
তোমার হারিয়ে যাওয়া।
বারে, বারে শরৎ আসুক,
চাইনা আর যে, তবে,
লালবাতাসার, আশায় থেকে,
বন্দী হব, ঘরে।
পথের চলা, ভারী হলে,
বইব কেমন করে?
দেখব নাহয়, চুপটি করে,
শিউলি, ছাতিম ফোঁটে।
Subscribe
Login
0 Comments
Oldest