শুনতে কি পাও ?

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শুনতে কি পাও?
পাতা ঝরার নিস্বন
ঝরা বকুলের কান্না
আর রাতের নীরবতা ।
শুনতে কি পাও?
হৃদয়ের ধকধক শব্দ
নদীর বুকে বয়ে চলা
নৌকার ছলছল কলরব ।
শুনতে কি পাও?
প্রিয়তমার গভীর দীর্ঘশ্বাস
সুঢৌল বুকজুড়ে শুধু
কামনার আকুল নিনাদ ।
শুনতে কি পাও?
হেমন্তের সোনাঝরা সকালে
সোনালী ধানের শীষের সাথে
মাতাল সমীরণের হিল্লোল ।
শুনতে কি পাও?
পাহাড়ের আর্তনাদ
ভালোবেসে মেঘকে
না পাওয়ার যন্ত্রনা তার বুক চিরে
শত ঝর্ণা হয়ে ঝরা ।
শুনতে কি পাও?
সবুজ ঘাসের বুকে
শিশিরের কান্না
হারানো প্রেম ফিরে ফিরে চায়
আহত পাখি শুধু ডানা ঝাপটায়
শুনতে কি পাও ?

0

Publication author

offline 2 years

অমি রেজা

0
জন্ম-ঢাকা,পড়াশুনা-এম.কম(ঢাকা বিশ্ব বিদ্যালয়),লেখালেখি-একক গল্পগ্রন্থ,বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
Comments: 5Publics: 21Registration: 20-09-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।