সন্ধিক্ষণ
সন্ধিক্ষণ
– রুদ্র কাওসার
জীবনের যত স্বপ্নের মুকুল,
এই বুনো পথে গেছে ভেসে,
খেয়ালের স্রোতের ঢেউয়ের তালে!
কামনার অদৃশ্য জলে মিশে গেছে,
যত প্রেম ছিল এই বাউলের মনে,
বাসন্তী’র আবির রাঙা গোলাপি ঠোঁটে,
ধুসর গোধূলীর আলো আঁধারে,
ফিকে হয়ে গেছে স্বপ্নের আলোটুকু!
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজ বড় একা-
সঙ্গী বিহীন দীর্ঘ এই মরু পথে,
কোথায় পাবো তৃষ্ণার এক ফোলা জল!
ভাগ্যকাশে কোথায় পাবো এক খন্ড মেঘ?
যতদুর দৃষ্টি যায় ধুধু তপ্ত প্রান্তরে!
কেবলই হতাশার তিমির নগ্ন অন্ধকার-
ঈষাণ অগ্নি নৈঋত বায়ু কোনে,
আজ শুধুই নিরাশার ধুসর কুন্ডলী!
যেন আমাকে আলিঙ্গন করার মানসে,
বহুকাল এই পথে প্রতীক্ষার প্রহর শেষে,
এবার মহামিলনের পথ পেয়েছে খুঁজে!