‘সবুজ টিয়ে’, ঝুলিয়ে রাখা, বারান্দাতে
এই অবেলায়,
হারিয়ে গেলে, আর পাবো না,
বলছি শোনো, লক্ষ্মীটি’গো, তোমায় খুঁজে।
মেলার মাঝে,
কান্না জুড়ে, বায়না ক’র,
‘কাঁচের চুড়ি’, ‘আয়না’, ‘টিপ’, ‘ফিতে’র জন্যে।
তোমায় মানায়,
অবুঝ, আমার মনটা বাঁধো,
নিজের হাতে, সাজো যখন, এ’সব নিয়ে।
তোমায় হারাই,
এত সহজ, সাধ্য কি তার!
রাখব ধরে, তোমার যত বায়না নিয়ে।
মেঘেরা কালো,
আকাশ জুড়ে, হাতছানি দেয়।
আর দেরী নয়, বৃষ্টি এবার নামল বলে!
ফিরে চলো,
সেই যেখানে, একলা আছে,
‘সবুজ-টিয়ে’, ঝুলিয়ে রাখা, বারান্দাতে।
Subscribe
Login
0 Comments
Oldest