সম্পূর্ণা-শুভশ্রী রায়
মেয়েটি ছিল সম্পূর্ণ পুরুষহীন।
সামনে মরূজীবন, সঙ্গে আঁধার,
দেখা আর না-দেখা কষ্ট পরপর।
শুভাকাঙ্ক্ষীর দল বুঝিয়েছিল তাকে
মেয়েদের সব বয়সেই বিপদ থাকে।
সব জেনেও বলল সে, ভয় পাই না
একা একা চলতে রাত দিন।
মেয়েটি ছিল পুরোই পুরুষহীন।
কিছু আলো, কিছু সাহস পেয়েছিল
জ্বালিয়ে নিজেকেই, তবু পায়নি ভয়।
অজানাকে তবু তার ছিলই বিশ্বাস,
কিন্তু পথে পুরুষ নিতে বিষম ত্রাস ।
হে ঈশ্বর, মেয়েটিকে পুরুষ নয়,
ভেতর থেকে অনেক আলো দিন!
Subscribe
Login
0 Comments
Oldest