প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সময়
হাকিকুর রহমান

সময়ের নিউক্লিয়াসে প্রবেশ করে,
দেখলাম-
তার প্রোটপ্লাজমের সবচেয়ে ঘন,
আর পর্দাঘেরা অংশটাকে।

যা কিনা,
জীবনের সফল কোষের
সব জৈবিক ক্রিয়া-বিক্রিয়াকে করে চলে নিয়ন্ত্রণ।

তাহা,
আত্মার প্রাণকেন্দ্রে অগনিত
প্রোটন আর নিউট্রনের সমন্বয়ে গঠিত।

যেখানে,
অপেক্ষাকৃত স্পষ্ট অঙ্গানু বিদ্যমান,
যাহা অনাদিকালের বাহক,
এবং বহুমাত্রিক;
আর সেতো মহাকালের নীরব সাক্ষী!

0

Publication author

1
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।