সময়ের সম্বন্ধ
আজ সময়ের গোন্ডি পেরিয়ে ২৮ বছর পার করলাম
তোমার সাথে আমার জীবনে আর মনেহয় দেখা হবেনা
আর দেখা না হওয়াই ভালো
দুজন দুই নদীর মাঝি
মানুষ সব সময় সব কিছু পাইনা
তবে আমাদের যে ভালো সময় গুলা পার করেছি সে দিন গুলা অনেক ভালো ছিল
জানি আজ দিন গুলা তোমার মনে পড়ে
আমার মনে পড়ে মনে হয় এই তো সে দিন আমরা একসাথে
ছিলাম কিন্তু দেখো কত তা বছর পার করে আসছি ভালো থাকতে হয় ভালো আছি
থাকবো ইনশাল্লাহ তুমি ও ভালো থাকো
এই গুলাই নিয়া লাইফ হ্যাপি থাকের চেষ্টা করো
তোমার আমার কোনো মিল থাক আর না থাক ভোলো ফ্রেইন্ড থাকবে
জীবনের নামিত সময়ের সম্বন্ধ জীবন তো চলে যাই
হয় দুই জনের সমন্বয়ে বা এক জনের একাকিত্তা
জীবনের নামিত সময়ের সম্বন্ধ জীবন তো চলে যাই হয় দুই জনের সমন্বয়ে বা এক জনের একাকিত্তা
Subscribe
Login
0 Comments
Oldest