সিঁদুর..
এই মেয়ে!
এই যে লাল রং তুমি বয়ে চলেছো..
তুমি কী জানো এটা একটা বাঁধন
অদৃশ্য বাঁধন,যার উপর তোমার কোন অধিকার নেই
এই যে শাঁখা,সিঁদুর,লাল শাড়ি এগুলো কী তোমার!
যদি ভাবো তোমার,তবে তুমি বড্ড বোকা..
যুগ যুগ ধরে এই সামাজিক নীতি চলে আসছে
যার শিকার তুমি নিজেই হলে..
তুমি তো কখনো প্রশ্ন করোনি !
মুখ বুজে সয়ে চলেছো এই ভাড় ,আচ্ছা..
তুমি যে কারো সম্পত্তি এটা তো সমাজ ঠিক করলো
কিন্তু,সে যে তোমার সম্পত্তি তার প্রমাণ কোথায়..
তার জন্য প্রার্থনা করো, তার মঙ্গল কামনায়..
শাঁখা সিঁদুর পরে পূজো দেও.. প্রশ্ন করেছো?
সে কী কখনো এসব করেছে তোমার জন্য!
করোনি , তুমি আসলেই বোকা..
তুমি যে তাকে ভালোবাসো তার প্রমাণ অঙ্গ জুড়ে
তার ভালোবাসার প্রমান কখনো চেয়েছো!
সব তো তুমি হারালে,সে কী হারালো খোঁজ করেছো
নিজের ঘর ছাড়া যে কী কষ্ট সেটা তুমিই বুঝলে
তার মঙ্গলের জন্য নিজেকে সাজালে..
তার জন্য ধারন করলে নানান রংয়ের পোশাক,
তোমার ভালোবাসার প্রমাণ দিলে লাল রংয়ে
আচ্ছা..
তোমার জন্য সে কী করেছে!
ভেবে দেখো,তুমি দিনশেষে একটা অদৃশ্য খেলার পুতুল।
যাকে সাজিয়ে গুছিয়ে চারদেয়ালে বন্দি করে রাখা যায়..
নিজেকে আর আড়াল কোরোনা মেয়ে..
অনেক তো হল সং সাজা! আর কত?
প্রশ্ন করার সময় এসেছে, মুখ লুকিয়ো না..
তোমার থেকেই এই জগৎ সৃষ্টি,
সেই তোমার মাথা এমন নিচু কেন?
ওঠো জাগ্ৰত হও , ছিনিয়ে নেও তোমার অধিকার
এই সমাজ তোমাকে মা রুপে পূজো করে,
সেই রুপে আবির্ভূত হও ..
অনেক তো সইলে , সুযোগ দিলে পরিবর্তনের আশায়
আর নয় , সোজা করো মাথা, হাতে তুলে নেও
তোমার খর্গে ছিন্ন করো সমাজের যত বাঁধন
তুমি জয়ী হবে , তোমার মত যারা আছে,
তাদের জন্য তোমাকে জয়ী হতে হবে
আবার নতুন সূর্য উঠবে !
তোমার চোখের তেজে..